দুর্ঘটনাসারাদেশ

সাতসকালে সড়ক দূর্ঘটনায় ৩ শ্রমিক ও ভ্যান চালক নিহত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ভাদালিয়া এলাকায় সেনের চাতাল নামক স্থানে ট্রাকের ধাক্কায় ভ্যানের ৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন তামাক কারখানার শ্রমিক। নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন নারী রয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) সকালে ভ্যানযোগে বটতৈল এলাকায় তামাকের কারখানায় কাজ করতে যাচ্ছিলেন তারা। নিহতদের নাম জানা যায়নি। তবে তিন শ্রমিকের বাড়ি কুষ্টিয়া সদরের আলামপুরে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে ঝিনাইদহগামী ট্রাকের সাথে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক ও ভ্যানের চালকসহ চারজনের মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button