দুর্ঘটনাপ্রধান খবরসারাদেশ
নারায়ণগঞ্জে কর্কসীট ও ফোম কারখানার গোডাউনে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি কর্কসীট ও ফোম কারখানার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার (১২ জানুয়ারি) সকালে এ আগুনের সূত্রপাত ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, কর্কসীট ও ফোম কারখানায় হঠাৎ আগুন লাগে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
তবে কি থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি বলে জানান তিনি।