বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত
![](https://boguralive.com/wp-content/uploads/2022/01/received_279485520748397.jpeg)
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সোহান (১৮) শিবগঞ্জের কাশিপুর এলাকার পুটু আকন্দের ছেলে ও সাব্বির (২১) মোকামতলার শহিদুল ইসলামের ছেলে।
সোহান, সাব্বির ও রাফি তিনবন্ধু মোটরসাইকেলযোগ বগুড়া সদরের পীরগাছা যাচ্ছিলেন। পীরগাছা এলাকার পৌঁছালে সেখানে বালুবাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কায় লাগে। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সোহান মারা যান। বাকি দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন স্থানীয়রা।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ওসমান গণি জানান, আহত দুজনের মধ্যে সাব্বির আশঙ্কাজক অবস্থায় ছিলেন। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরও মারা যান। আর এ দুর্ঘটনায় রাফি সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।