করোনা আপডেটজাতীয়প্রধান খবর

করোনা শনাক্ত এক লাফে বেড়ে প্রায় সাড়ে ৪ হাজার

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ২৯ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে চার হাজার ৩৭৮ জন। দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়ে ১৪ দশমিক ৬৬।

এদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয়জন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১২৯ জন।

শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার তিন হাজার ৩৫৯ জন শনাক্ত ও ১২ জন মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৬৩।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। প্রতি একশজনে শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে তিন, চট্টগ্রামের দুই ও রাজশাহী বিভাগের একজন রয়েছেন।

বয়স বিবেচনায় দেখা গেছে, মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন এবং বাকি তিনজনের বয়স ষাটের বেশি।

তাদের মধ্যে পাঁচজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button