করোনা আপডেটজাতীয়প্রধান খবর

দেশে দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়লো

করোনার দৈনিক শনাক্ত ১০ হাজারের ঘরও ছাড়িয়ে গেলো। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ৪১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৮৮ জন। দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশে।

এদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৮০ জনে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার ৯ হাজার ৫০০ জন শনাক্ত ও ১২ জন মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৭৭।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন। প্রতি একশজনে শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৪ দশমিক ৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন একজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুই ও চট্টগ্রাম বিভাগের দুইজন রয়েছেন।

বয়স বিবেচনায় দেখা গেছে, মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের একজন এবং ৬১ থেকে ৭০ বছরের একজন রয়েছেন। 

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৮৪ হাজার ৭৮৯ জনের। সুস্থ হয়েছেন ২৭ কোটি ৩২ লাখ ৬০ হাজার ১৩ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩৩ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬৬৭ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button