করোনা আপডেটজাতীয়প্রধান খবর

করোনায় নতুন করে আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৪৩৪

করোনার দৈনিক শনাক্ত ছাড়িয়েছে ১০ হাজার। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ৪১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জনের। দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশে।

এদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৯২ জনে।

শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ১০ হাজার ৮৮৮ জন শনাক্ত ও চার জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৮২।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন। প্রতি একশজনে শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন সাজন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, সিলেটে ২জন,  চট্টগ্রাম খুলনা সিলেট ও ময়মনসিংহে মারা গেছেন ১ জন করে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button