দুর্ঘটনাসারাদেশ

বাসের ধাক্কায় একই পরিবারের তিন জন নিহত

যাত্রাবাড়ি মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এছাড়া সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয়েছেন দুই জন।

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পরে পাঁচ জনকে আহত অবস্থায় পুলিশ ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৫) এবং শারমিনের স্বামী রিয়াজুল (৪৫)। আহত হয়েছেন শারমিনের মেয়ে বৃষ্টি আক্তার (৬) ও অটোরিকশার চালক রফিক (৪২)।

মৃত শারমিনের ভাই তানভীর জানান, তাদের বাড়ি বরিশাল উজিরপুরে। তার মা সাহেদা বেগম মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি।তার বাবা ও বোন বাড়ি থেকে ঢাকায় আসছিল মাকে দেখার জন্য। সকালে বরিশাল থেকে লঞ্চে সদরঘাটে আসেন। সেখান থেকে অটোরিকশায় মহাখালী যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, সকালে মাতুয়াইল মেডিক্যালের সামনে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে তিন জন মারা যান। আহতদের চিকিৎসা চলছে।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, চিকিৎসক জানিয়েছেন ঘটনার পরপরই তিন জন মারা গেছেন।

এদিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় রাজিব (৩৮) নামে এক সিএনজি অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে মারা গেছেন।

নিহত রাজিবের ভাই মিজান জানান, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিনগত রাতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে রাজিব অটোরিকশা নিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যান ও ট্রাকের মধ্যে পড়ে তার অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। পরে সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় মারা যান।

রামপুরা থানার এসআই মো. মোমিনুল রহমান জানান, এই ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। বর্তমানে চালক পুলিশ হেফাজতে আছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button