করোনা আপডেটপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়া করোনায় নতুন আক্রান্ত ১৪১ জন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৯৭ টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪১ জন। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ২২৬৩৫ জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান ডেস্ক থেকে অনলাইন পেজে রবিবার বেলা ১২ টার দিকে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, এ জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৬৮৮ জনেই অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৪, মোহাম্মদ আলী হাসপাতালে ২২ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button