নন্দীগ্রাম উপজেলা

বগুড়ায় বাসের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় রাসেল আহমেদ (৩০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।  

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রাসেল উপজেলার দাঁত মালিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি রনবাঘা বাজারে ভাই ভাই ফার্মেসির মালিক ছিলেন।

জানা গেছে, রাসেল তার ভাগ্নিকে নাটোরের সিংড়া উপজেলায় রেখে রনবাঘার দিকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথিমধ্যে বাঁশের ব্রিজ ও জামতলী এলাকার মাঝামাঝি স্থানে এলে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনার খবর পাওয়ার আগেই নিহতের পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।

নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী বারেক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button