বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগের ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৩০ রানে হারানো মেহেদী হাসান মিরাজরা আজ (সোমবার) খুলনাকে হারিয়েছে ২৫ রানে। আগে ব্যাট করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান করে। কঠিন লক্ষ্যে খেলতে ৯ উইকেটে ১৬৫ রানের বেশি করতে পারেনি মুশফিকুর রহিমরা। এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম। অন্যদিকে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে খুলনা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৯১ রানের কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল খুলনা। কিন্তু তৃতীয় ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারিয়ে বিপদে তারা। এরপর রনি তালুকদার (৭) ফিরে গেলে আরও বড় হোঁচট খায় খুলনা। খানিক পর বলের আঘাতে মাঠ ছাড়তে বাধ্য হন আন্দ্রে ফ্লেচার। ১২ বলে ১ চার ও ১ ছক্কায় ১৬ রান করেন তিনি। ক্যারিবীয় ব্যাটার মাঠে না ফেরায় সিকান্দার রাজা কনকাশন সাব হিসেবে নামেন। ঝড়ো শুরু করলেও ইনিংসটাকে লম্বা করতে পারেননি জিম্বাবুইয়েন ব্যাটার। খেলেন ১২ বলে ২২ রানের ইনিংস। শেখ মেহেদী হাসানের ২৪ বলে ৩০ ও ইয়াসির আলীর ২৬ বলে ৪০ রানের ইনিংস যথেষ্ট হয়নি খুলনাকে জেতাতে।
চট্টগ্রামের শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও রেজাউর রহমান ২টি করে উইকেট নেন। নাসুম আহমেদ ও বেনি হাওয়েল নেন একটি করে উইকেট। অলরাউন্ডস পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জেতেন হাওয়েল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। কেনার লুইস (১৪ বলে ২৫) ও উইল জ্যাকের (৭ বলে ১৭) ঝড়ো শুরু ধরে রেখে রানের চাকা সচল রাখেন অন্য ব্যাটাররা। সাব্বির রহমানের ৩৩ বলে ৩২, মেহেদী হাসানের ২৩ বলে ৩০, হাওয়েলের ২০ বলে অপরাজিত ৩৪ ও নাঈম ইসলামের ৫ বলে ১৫ রানের ইনিংসে ভর করে চট্টগ্রাম ৭ উইকেটে করে ১৯০ রান।
খুলনার কামরুল ইসলাম ৩৫ রানে ২ উইকেট নেন। এছাড়া নাভিন-উল-হক ও ফরহাদ রেজা একটি করে উইকেট পেয়েছেন।