করোনা আপডেটপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়া করোনায় আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু ১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৯৮ টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ২০০ জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান ডেস্ক থেকে অনলাইন পেজে মঙ্গলবার বেলা ১১ টার দিকে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, জেলায় সালেক উদ্দিন(৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া সদরের এই ব্যক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোট মৃত্যুর সংখ্যা ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ২০। জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৫, মোহাম্মদ আলী হাসপাতালে ২৯ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button