দুর্ঘটনাপ্রধান খবরসারাদেশ

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের মদনপুরের জাহিন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে এরই মধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১৫টির বেশি ইউনিট।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ঢাকা থেকেও ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে। কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের। তবে কারাখানা বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিল না বলে ধারণা করা হচ্ছে। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button