করোনা আপডেটপ্রধান খবরবগুড়া জেলা
বগুড়া করোনায় এক নারীর মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৪০৩ টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে বদরুন্নেসা(৯০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া সদরের এই ব্যক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোট মৃত্যুর সংখ্যা ৬৯১ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৩০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ৪০ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।