করোনা আপডেটপ্রধান খবর

আবারো করোনার নতুন ধরন ‘নিওকভ’

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন আসার পর ধারণা করা হচ্ছিলো, এবার হয়তো ওমিক্রনের হাত ধরে করোনার মহামারী বিদায় নিতে চলেছে। কিন্তু সেই আশায় গুড়ে বালি। রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের এক প্রতিবেদন বলছে, এবার ‘নিওকভ’ নামে করোনার নতুন একটি ধরন পাওয়া গেছে, যা রীতিমতো ভয়ংকর।

চীনের উহানে ২০১৯ সালে নতুন করোনা ভাইরাসের খোঁজ মিলেছিলো, তারই একটি ভ্যারিয়েন্ট হলো- নিওকভ। আর ভয়ংকর খবর- এটিতে মৃত্যু ও সংক্রমণের হার দুটোই বেশি।

ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করা হয়েছে। কারণ, এটি সেখানকার বাদুড়ের মধ্যে ব্যাপক হারে ছড়াচ্ছে।

করোনার সঙ্গে এই মার্সের উপসর্গগত বিশেষ পার্থক্য নেই। জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা এক্ষেত্রেও হয়। সমস্যা হলো, এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ শুরু করলে করোনার কোনো অ্যান্টিবডি বা কোনো ভ্যাকসিন সেটাকে রুখতে পারবে না।

আর রুশ গবেষকরা জানিয়েছেন, নিওকভ সম্পর্কে চীনা গবেষকদের তথ্য সম্পর্কে তারা অবগত আছেন এবং এই ভাইরাস নিয়ে আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button