করোনা আপডেটপ্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় নতুন শনাক্ত ১০০ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২৩৪ নমুনায় ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪২ দশমিক ৭৩শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৪১ দশমিক ১৯ শতাংশ। তবে জেলায় নতুন করে করোনায় কারও মৃত্যু ঘটেনি।
নতুন ১০০ জনের মধ্যে বগুড়া সদরের ৮৭জন, শাজাহানপুরে ৭জন, শিবগঞ্জে ৫জন এবং বাকি একজন গাবতলীর বাসিন্দা।
জেলায় নতুন করে ৪৬জন সুস্থ হয়েছেন। নতুন করে কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৯১ জনে অপরিবর্তিত রয়েছে।
এছাড়া বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৯৭জন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ৩৬জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ৪৭জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৪জন।