
সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে টিস্যু কাপড়ের একটি গোডাউন। শনিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন ধসে পড়া রানা প্লাজার পিছনে মজিদপুর এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মজিদপুর এলাকায় একটি পরিত্যক্ত রাস্তা দখল করে খোলা আকাশের নিচে টিস্যু কাপড়ের একটি গোডাউন গড়ে তোলেন হারুনুর রশিদ নামের এক ব্যক্তি। গোডাউনের পাশেই দিনে ও রাতে মাদকসেবীরা প্রকাশ্যে বসে মাদক সেবন ও ছিনতাই করে আসছিলেন। পরে শনিবার দুপুরে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করে গোডাউনে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ সময় মুহূর্তের মধ্যেই আগুনে গোডাউনটি পুড়ে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই রাস্তার পাশের বেশকিছু বাড়িঘর। এলাকাবাসী তাৎক্ষণিক জানালে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে গোডাউনটির পাশে থাকা বাড়িঘর আগুন লাগার আশঙ্কা থেকে রক্ষা পায়। আগুন লাগার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুড়ে যাওয়া গোডাউনটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।