দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।
বিশ্ব করোনা পরিস্থিতি: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৮২ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। সোমবার (৩১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৫০ লাখ৯৯ হাজার ৫৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৮১ হাজার ৩৮৬ জনের।