দেশে করোনায় মৃত্যু আরও ৩৩

করোনাভাইরাসে দেশে গেলো ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) নতুন করে ১১ হাজার ৫৯৬ জন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।
আর একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ৩৬।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৪ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে পাঁচ হাজার ৯৫৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৮৬ দশমিক ১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে নারী ১১ জন, পুরুষ ২২ জন। তাদের মধ্যে ১৮ জন ঢাকায় মারা গেছেন। চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, সিলেতে দুইজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের আটজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন।