বগুড়ায় নতুন শনাক্ত ৯১

বগুড়ায় গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮২শতাংশ। তবে এসময়ে জেলায় মৃত্যু সংখ্যা শুন্য।
নতুন ৯১ জনের মধ্যে বগুড়া সদরের ৬৫ জন, শাজাহানপুরে ১২, গাবতলী ৩জন, শিবগঞ্জ ৩জন, ধুনট ৩জন, আদমদীঘি ৩জন এবং বাকি দুইজন দুপচাঁচিয়ার বাসিন্দা।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখানবিদ শাহেরুল ইসলাম খান জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ও টিএমএসএস কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া এন্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৮জন এবং বাকি ৩জন জিন এক্সপার্ট মেশিনের পরীক্ষায় শনাক্ত হয়েছেন।
বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১১১জন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ৫৭জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ৪২জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১২জন। এছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালে করোনা রোগী রয়েছে ৪জন।
মহামারি শুরুর পর থেকে জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬৪৭জন। এর মধ্যে নতুন করে ৬৯ জনসহ সুস্থ হয়েছেন ২১ হাজার ৮২২জন। মোট মৃত্যু ৬৯৭ জনে অপরিবর্তিত রয়েছে।
এসএ