বগুড়ায় করোনায় এক নারীর মৃত্যু, শনাক্ত ৯২

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়া সদর এলাকার বাসিন্দা আশরাফুন নেসা(৬৬) শনিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
গেলো ২৪ ঘন্টায় ৩৮৭ নমুনায় ৯২জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২৩ দশমিক ৭২ শতাংশ।
নতুন ৯২জনের মধ্যে বগুড়া সদরের ৬৫জন, শাজাহানপুরের ৮জন, শিবগঞ্জের ৫জন, শেরপুরের ৪জন, গাবতলীর ৪জন, দুপচাঁচিয়ার ৩জন, ধুনটের ২জন এবং বাকি একজন কাহালুর বাসিন্দা।
রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ শাহেরুল ইসলাম খান জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ও টিএমএসএস কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ৭৫জনের করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া এন্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৩জন এবং বাকি ৪জন জিন এক্সপার্ট মেশিনের পরীক্ষায় শনাক্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৫২ জন। এর মধ্যে নতুন করে ৬৫ জনসহ সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৪৯জন এবং নতুন করে একজন মারা যাওয়ায় মোট মৃত্যু ৬৯৮জনে দাঁড়িয়েছে।
এসএ