দুর্ঘটনাপ্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ার শেরপুরে বাস চাপায় এক যুবক নিহত

বগুড়া জেলার শেরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বাস চাপায় সুজন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুজন মিয়া বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার হবিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বগুড়ার শেরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন সুজন। একপর্যায়ে শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শেরুয়া বটতলা বাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস সুজনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন সুজন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সুজন মারা যান।  

হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত সুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button