করোনা আপডেটজাতীয়প্রধান খবর

দেশে করোনায় পাঁচ মাস পর একদিনে সর্বোচ্চ মৃত্যু

দেশে করোনার নতুন ধরন ওমিক্রনকে মৃদু ভেবে হালকা করে দেখা হলেও সময় আসছে বিষয়টিকে ভেবে দেখার। ২৪ ঘণ্টায় করোনায় যে মৃত্যু হয়েছে এটি হয়তো তারই ইঙ্গিত। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৯ সেপ্টেম্বরের পর এটাই একদিন সর্বোচ্চ মানুষের মৃত্যু। সেদিন ৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬২৭।

এদিন করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক শূন্য এক।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ৬৫।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ১৬।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button