দুর্ঘটনাপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ৬তলা ভবনের ছাদের রেলিং ভেঙ্গে গৃহকর্মী নিহত

বগুড়া শহরের ছয়তলা একটি ভবনের ছাদ থেকে ইটের তৈরি রেলিং (প্রাচীর) ভেঙ্গে সড়কে পড়ায় এক মহিলা নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সোয় ৬টার দিকে বড়গোলা টিনপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পারুল (৪০) ওই ভবনের একটি ফ্ল্যাটের গৃহকর্মী ছিলেন। শহরের গোয়ালগাড়ি এলাকার বাসিন্দা তিনি

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটির ছাদের ওপর ভেঙ্গে যাওয়া রেলিংয়ের অবশিষ্ট অংশও যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। সেটি অপসারণ করা জরুরী।

বগুড়া ফায়ার সার্ভিসের বগুড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, মাহমুদ হোসেন পিন্টু নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন ওই ছয়তলা ওই ভবনটির ছাদের ওপর রেলিংয়ের মত করে ইটের তৈরি প্রাচীর নির্মাণ করা হয়। যেগুলো ওই প্রাচীরের ওজন নিতে সক্ষম ছিল না।

আব্দুল হালিম আরো বলেন, নিহত পারুল ওই ভবনটির কয়েকজন ব্যাংক কর্মকর্তার জন্য রান্না করে দিতেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রান্না শেষে ভবন থেকে বের হবার পর পরই ছয় তলা থেকে ইটের প্রাচীর ভেঙ্গে তার ওপর পড়ে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর শামিম হোসেন জানান, গুরুতর আহত ওই মহিলাকে হাসপাতালে ভর্তির পর পরই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত মহিলার লাশ ময়না তদন্ত করা হবে। ওই ঘটনায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button