বগুড়ায় করোনায় আরো দুই জনের মৃত্যু, শনাক্ত ৭৫

বগুড়ায় করোনায় সংক্রমিত হয়ে আরো দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছে ৭৫ জন।
মৃত ব্যক্তিরা হলেন-বগুড়া সদরের সৈয়দ রফিকুল ইসলাম(৬২) এবং আদমদিঘীর হাফিজার রহমান(৮৫)।
এদিকে ২৪ ঘন্টায় ৭৫জন নতুন করে করোনায় শনাক্ত হওয়ায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ১৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫২৭ জন।
নতুন ৭৫জনের মধ্যে বগুড়া সদরের ৪৬জন, শেরপুরে ৮জন, শাজাহানপুরে ৬জন, ধুনটে ৫জন, দুপচাঁচিয়ার ৩জন, শিবগঞ্জের ৩জন, কাহালুর ৩জন এবং বাকি একজন সারিয়াকান্দির বাসিন্দা।
সোমবার দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ শাহেরুল ইসলাম খান জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ও টিএমএসএস কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ৬০জনের করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া এন্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১১জন এবং বাকি ৪জন জিন এক্সপার্ট মেশিনের পরীক্ষায় শনাক্ত হয়েছেন।
নতুন করে সুস্থ হয়েছেন ৭৯ জন। এতে মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ২৮জন। নতুন করে দুইজন মারা যাওয়ায় মোট মৃত্যু ৭০০ জনে দাঁড়িয়েছে।