বগুড়ায় কমেছে করোনায় শনাক্তের হার

বগুড়ায় ২৪ ঘন্টায় ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৩শতাংশ। দীর্ঘ বাইশ দিন পর করোনা শনাক্তের হার ২০ শতাংশের নিচে নামলো। তবে জেলায় নতুন করে করোনায় কারও মৃত্যু ঘটেনি।
নতুন ৬৭জনের মধ্যে বগুড়া সদরের ৫৩জন, শাজাহানপুরে ৪জন, আদমদীঘিতে ৪জন, গাবতলীতে ৩জন এবং বাকি তিনজন শিবগঞ্জের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখানবিদ শাহেরুল ইসলাম খান জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ও টিএমএসএস কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ৫৯জনের করোনা শনাক্ত হয়েছেন। এর পাশাপাশ এন্টিজেন পরীক্ষায় ৮জন এবং বাকি ৪জন জিন এক্সপার্ট মেশিনে শনাক্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫৯৪জন। এর মধ্যে নতুন করে ৯২জন সুস্থ হয়েছেন।মোট সুস্থ ২২ হাজার ১২০ জন এবং নতুন করে কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৭০০জনে অপরিবর্তিত রয়েছে।
এছাড়া বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টিসহ অন্যান্য হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৮৩জন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ৪৩জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ২৫জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১১জন। এছাড়া উপজেলা পর্যায়ের হাসপাতালে করোনা রোগী রয়েছে ৪জন।