করোনা আপডেটজাতীয়প্রধান খবর

দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button