করোনা সংক্রমণের হার ১০ এর নিচে

গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণের হার খানিকটা কমেছে। এদিন করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৪ জন। দৈনিক সংক্রমণের হার ৯ দশমিক ৩১। এর আগের দিন সংক্রমণ হার ১০ দশমিক ৩৪ ছিল বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এদিন করোনা প্রাণ হারিয়েছেন ২৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৩১।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মহামারির পর থেকে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।
নতুন মারা যাওয়া ২৪ জনের মধ্যে রয়েছেন ১৭ জন পুরুষ ও সাত জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এসএ