প্রধান খবরবইবগুড়া জেলা

বগুড়ায় শুরু হলো “অমর একুশে বইমেলা’

বগুড়ায় অমর একুশে বইমেলা শুরু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ খোকন পার্কে মেলার উদ্বোধন করেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে। 

উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চোধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও কবি-প্রাবন্ধিক বজলুর করিম বাহার। 

বগুড়ায় শুরু হওয়া অমর একুশে বই মেলা শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কের সামনের রাস্তায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

৯ দিন ব্যাপী এই মেলায় সার্বিক সহযোগিতা করবে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। 
 
এবারের বইমেলায় ৬০ টি স্টল থাকবে।

করোনার সংক্রমণের জন্য স্বাস্থ্যবিধির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button