দুর্ঘটনাশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ট্যাংকলরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার শাজাহানপুরে ট্যাংকলরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত কামাল ঢাকায় একটি ওষুধ কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা ছিলেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাজাপুর মঞ্জুর সিএনজি স্টেশনের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কামাল হোসেন (৪৫) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জগদ্দল গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক কামাল হোসেন ঢাকা থেকে বগুড়ায় যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাংকলরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button