আন্তর্জাতিক খবর

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আটকা পড়েছে দুই বাংলাদেশি জাহাজ

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের ফলে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের দুটি জাহাজ।

জাহাজ দুটি হচ্ছে এম টি বাংলার অগ্রদূত এবং এম ভি বাংলার সমৃদ্ধি। এর মধ্যে এম ভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

রোববার দুপুরে বিএসসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দুটি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে একটি ইউক্রেনের বন্দরে এবং আরেকটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ দুটিতে থাকা নাবিকদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তারা নিরাপদে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদারকি করছেন।’

জাহাজ দুটিতে অর্ধশতাধিক নাবিক রয়েছেন বলে বিএসসি সূত্র জানায়।

কয়েকদিন ধরেই ইউক্রেনে সংঘাত চলছে। ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। রাশিয়ার হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৪০ বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে। সহিংসতা বাড়তে থাকায় ইউক্রেন ছেড়ে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে লাখ লাখ শরণার্থী।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button