বগুড়া জেলারাজনীতি

বগুড়ায় পালিত হলো মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

বগুড়ায় দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার বিকেলে আযোজিত এ অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।

প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের মা-বোনেরা দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। ঘরে কাজ সামলিয়ে তারা বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন মহিলা আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। তার নেতৃত্বে সারাদশের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। নারীরা পুরুষদের সাথে সমানতালে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রী এদেশের নারী পুরষের সমতা সৃষ্টিতে কাজ করছেন। নারীরা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। বহির্বিশ্বের নারীদের মত সোনার বাংলার নারীরাও এগিয়ে যাচ্ছে। তারাও দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করছেন। তাই নারীকে অবহেলার চোখে দেখার আর কোন সুযোগ নেই।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকী সরকারের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, জেলা যুব মহিলালীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button