আন্তর্জাতিক খবর
রাশিয়ার বিরুদ্ধে রাস্তায় জার্মানির মানুষ

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান বন্ধে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ।
ইউক্রেনের জাতীয় সংগীত গেয়ে ভ্লাদিমির
পুতিনের নিষ্ঠুরতা ও অমানবিকতার বিচার চান বিক্ষোভকারীরা।
অবিলম্বে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে রক্ষার দাবিতে ডুসেলডর্ফ, ডর্টমুন্ড, কোলন ও রাজধানী বার্লিনসহ জার্মানির বেশকটি অঙ্গরাজ্যের বড় বড় শহরে বিক্ষোভে অংশ নেয় সর্বস্তরের মানুষ।
সমাবেশ থেকে দ্রুত রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের নিরস্ত্র সাধারণ নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের দাবি জানান বিক্ষোভকারীরা।
এসব সমাবেশে সমর্থন জানিয়েছে জার্মান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা। এসময় ইউক্রেনকে অস্ত্র সরঞ্জাম ও অর্থ দিয়ে সহায়তা করতে পশ্চিমা বিশ্বের কাছে জোর দাবি জানান বিক্ষোভকারীরা।
এসএ