জাতীয়

শপথ নিলেন নতুন নির্বাচন কমিশনারগণ

শপথ গ্রহন করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ বাকি চার কমিশনারগণ। শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হয়। আগামীকাল থেকে দায়িত্ব শুরু করবেন তারা।

বাকি চার কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান। সার্চ কমিটির চূড়ান্ত করা ১০টি নাম থেকে, এই পাঁচজনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়।
প্রথম বারের মতো আইন অনুযায়ী গঠিত হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button