আন্তর্জাতিক খবর

কারফিউ তুলে নিয়েছে ইউক্রেন

কারফিউ তুলে নেয়া হয়েছে ইউক্রেনে। গেলো দুইদিন কারফিউ ছিল দেশটিতে। তবে দেশটির প্রায় সব জেলাতেই এখনো রুশ সৈন্যদের সঙ্গে লড়াই চলছে।

এদিকে কারফিউ তুলে নেয়ায় মুদি দোকানগুলো খোলা হয়েছে। ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন।

তবে দুপক্ষের সংঘর্ষের কারণে প্রতিনিয়তই লোকজন টেলিভিশনের পর্দা এবং মোবাইলের মাধ্যমে দেশের পরিস্থিতি নজরে রাখছেন।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জেলেনস্কি। সে সময় জনসন আশ্বাস দিয়েছেন যে, যুক্তরাজ্য ও এর মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা যাতে পৌঁছায় তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নেবেন তিনি। দুই নেতাই ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন।

টানা পঞ্চম দিনের মতো ইউক্রেনে সংঘাত চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খারকিভে তীব্র লড়াই চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button