নির্বাচন ভবনে নতুন সিইসি ও কমিশনাররা

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনকে বরণ করে নিয়েছেন কর্মকর্তারা।
সোমবার সকাল ১০টার দিকে পুরো কমিশন ইসি সচিবালয়ে গেলে নির্বাচন ভবনের নিচে সচিবসহ সব কর্মকর্তা তাদের ফুল দিয়ে স্বাগত জানায়। কুশল বিনিময় শেষে নিজ নিজ দপ্তরে প্রবেশ করেন নির্বাচন কমিশনাররা।
সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দপ্তরে প্রবেশ করেন।
এ সময় সিইসিসহ অন্যান্য কমিশনারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।
গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিদায়ের পর ২৬ ফেব্রুয়ারি নতুন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। পাঁচ সদস্যের কমিশন শপথ নেয় ২৭ ফেব্রুয়ারি।
এসএ