বগুড়া জেলা
বগুড়ায় ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় কিশোরিকে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসাথে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো একবছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আব্দুস সামাদ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার দক্ষিণপাড়ার হাছেন আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ৭ জুলাই পূর্বপরিকল্পিতভাবে কৌশলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুস সামাদ।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি আশেকুর রহমান সুজন জানান, কিশোরী ধর্ষণ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি আব্দুস সামাদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
এসএ