মার্কিনদের ‘ব্যক্তিগত ব্যবস্থায়’ ইউক্রেন ত্যাগের অনুরোধ

ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ বলে মনে হলে ‘ব্যক্তিগত ব্যবস্থায়’ দেশটি ত্যাগ করার জন্য অনুরোধ করেছে কিয়েভে থাকা মার্কিন দূতাবাস। জানিয়েছে বিবিসি।
বর্তমান পরিস্থিতিকে মার্কিন দূতাবাস ‘অনিশ্চিত’ বলে অভিহিত করেছে এবং কোন রুট নেয়া হচ্ছে সে বিষয়ে ‘সতর্ক বিবেচনার’ কথা জানিয়েছে।
কারণ রুটগুলোর কিছু যানজটপূর্ণ, কিছু আবার যুদ্ধ কবলিত এবং বেশ কিছু রুটের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেতু এবং সড়ক ধ্বংস করা হয়েছে।
দূতাবাস আরো সতর্ক করেছে যে, পোল্যান্ডের বেশিরভাগ সীমান্ত পারাপার – যা সরাসরি ইউক্রেন ও মলদোভার পূর্বে অবস্থিত – সেখানে অত্যন্ত দীর্ঘসময় অপেক্ষা করতে হয় যা কখনো কখনো ৩০ ঘন্টা পর্যন্ত হয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে যে, আনুমানিক তিন লাখ ৬৮ হাজার মানুষ রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে প্রায় দেড় লাখ মানুষ পোল্যান্ডের পথে যাত্রা করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইউক্রেনে প্রায় ৬ হাজার ছয়শ’ মার্কিন নাগরিক বাস করে। তবে এটি এখনও স্পষ্ট নয় যে, এদের মধ্যে কতজন এখনো দেশটিতে রয়ে গেছে।
এসএ