আন্তর্জাতিক খবর

রাশিয়া ও ইউক্রেনের আলোচনা আজ

আজ সোমবার চলমান সঙ্ঘাত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হবে।

একটি সূত্র রুশ সংবাদ সংস্থা তাসকে জানায়, সোমবার সকালে বৈঠক শুরু হবে। তবে কোন পর্যায়ে আলোচনা হবে, তা জানা যায়নি।

বিবিসি টিভির খবরে বলা হয়, ইউক্রেন-বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক কিছু সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে।

এর আগে ইউক্রেনের সরকার জানায়, তারা বেলারুস সীমান্তে রাশিযার সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কোর সাথে টেলিফোনে কথা বলার সময় তিনি সীমান্ত এলাকায় প্রিয়াপাত নদীর কাছে রাশিয়ানদের সাথে কোনো শর্ত ছাড়াই দেখা করতে রাজী হয়েছেন।

লুকাশেঙ্কো কথা দিয়েছেন যে ইউক্রেনের প্রতিনিধিদলের সেখানে যাওয়া, কথা বলা, এবং ফিরে না আসা পর্যন্ত রুশ যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্রের কোনো ব্যবহার হবে না।

এর আগে জেলেনস্কি বলেছিলেন, যেহেতু বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুসের ভেতরে কোন বৈঠকে তিনি যাবেন না।

এই বিভাগের অন্য খবর

Back to top button