দুর্ঘটনাসারাদেশ

গ্যারেজে আগুন লেগে ৪০টি অটোরিকশা পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৬০ লাখ টাকা

রাজশাহীর কয়েরদাঁড়া এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০টি রিকশা ও অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন লাগার পর রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে তার আগেই এসব রিকশা-অটোরিকশা পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ‘মা আমেনা’ অটো সেন্টারে সকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পরপরই গ্যারেজে থাকা লোকজন বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গ্যারেজের মালিক নাদিম হোসেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি। ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button