সারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে এক যুবক।

এ ঘটনায় বগুড়ার সারিয়াকান্দি থানায় করা ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকা থেকে নুরববীকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় উদ্ধার করা হয় ভিকটিম স্কুল ছাত্রীকেও।

গ্রেপ্তার নুরনবী বগুড়া জেলার মেঘাগাছা থানার মৃত শফিক কাজীর ছেলে।

মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানায়, শাকিল আহম্মেদ অভিযোগ করেন- তার মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ করার হুমকি দেয় নূরনবী কাজী। ২২ জানুয়ারি সকাল সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জোরপূর্বক তার মেয়েকে অপহরণ করে নূরনবী। এরপর সে ওই মেয়েকে নিয়ে চট্টগ্রামে আশ্রয় নেয়।

তিনি আরো বলেন, ইপিজেড এলাকায় অবস্থান করছে অপহরণকারী এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সোয়া ৩টায় সিইপিজেড থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী নুরনবীকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরনবী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অসৎ উদ্দেশে কিশোরীকে অপহরণ করে আত্মগোপন করেছিল।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button