জাতীয় বিশ্ববিদ্যালয়প্রধান খবরবগুড়া জেলাশিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ ৩.৯১ পেয়ে সারাদেশে প্রথম বগুড়া আ. হক কলেজ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের অনার্স ফাইনাল পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন বগুড়ার ছেলে আবু তাকী। সেই সাথে বগুড়া থেকে প্রথমবারের মতাে ভাইস চ্যান্সেলর’স এওয়ার্ড (স্বর্ণপদক) জয় করলেন তিনি।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯১ পেয়েছেন আবু তাকী।

বগুড়ার গাবতলী উপজেলার সাতচুয়া গ্রামের মৃত আলহাজ্ব মাওলানা মো আব্দুস সাত্তারের ছেলে আবু তাকীকে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়েছে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০১৭-এর মেডেল ও সনদপত্র। ১০ ফেব্রুয়ারি তার হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী।

সাফল্যের জন্য বাবা মা ও শিক্ষক মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবু তাকী জানান, ভার্চুয়াল মিটিং এ মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি (এমপি) ভাইস চ্যান্সেলর’স এওয়ার্ড হিসাবে একটি স্বর্ণপদক ও একটি সনদ প্রদান করেন।আলহামদুলিল্লাহ,আল্লাহ পাকের শুকরিয়া এমন অর্জনে আমি অত্যান্ত আনন্দবোধ করছি।

শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জনে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, এই অর্জন পুরো কলেজ এবং জেলাকে গৌরবানিত্ব করেছে। আশা করছি সামনের বছর আমাদের শিক্ষার্থীরা এই অর্জনের সংখ্যা বাড়াবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button