কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে তাঁতীলীগ নেতার বাড়িতে আগ্নিসংযোগ

বগুড়ার কাহালুতে একজন মৎস্য ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জড়িত তাঁতীলীগ নেতাসহ ৪ জনের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করেছে নিহতের স্বজনরা।

নিহত সেকেন্দার আলী (৫৫) জয়তুল গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। তিনি জয়তুল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি এবং শাপলা মৎস্য খামারের স্বত্বাধিকারী ছিলেন।

শনিবার দুপুরে কাহালু উপজেলার জয়তুল গ্রামে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

২মার্চ রাত ৮ টার দিকে জয়তুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজে অংশগ্রহনের জন্য অন্যান্যদের সাথে সেকেন্দার আলী অপেক্ষা করছিলেন। এসময় একই গ্রামের ফজলুর রহমানের ছেলে তাঁতীলীগ নেতা রাকিবের নেতৃত্বে ১৯-১৫ জন যুবক মাঠে প্রবেশ করে সেকেন্দার আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

আহত সেকেন্দারকে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় পাঠানো হয়। শনিবার সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এখবরে সেকেন্দার আলীর লোকজন রাকীব ও তার পরিবারে ৪টি বাড়িতে অগ্নি সংযোগ করে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে বিক্ষুদ্ধ গ্রামবাসী ফায়ার সার্ভিসের গাড়ি আটকিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

গ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং জয়তুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটি ভরাট নিয়েও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরেই সেকেন্দার আলীকে হত্যা করা হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম।

কাহালু থানার অফিসার ইনচার্জ ( ওসি) আমবার হোসেন বলেন ৪ টি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে আনার পর সেখানে পুলিশী টহল বাড়ানো হয়েছে। সেকেনদার আলী হত্যার ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button