কাহালু উপজেলা

বগুড়ায় মাছচাষী সেকেন্দার হত্যার ঘটনায় গ্রেফতার ৩

বগুড়ার কাহালু উপজেলার জয়তুল গ্রামের বিশিষ্ট মাছচাষি সেকেন্দার আলী হত্যার ঘটনায়
ইতিমধ্যে তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জয়তুল গ্রামের মৃত কলিমুদ্দিনের পুত্র মোঃ শামসুল আরেফিন (পুটু) (৪৮), ময়েজ উদ্দিনের ছেলে মোঃ ফেরদাউস হোসেন (৫২) ও মোঃ মিলন প্রাং এর ছেলে মোঃ মুন প্রাং (২৮)।

নয়জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সোমবার এই মামলাটি দায়ের করেন সেকেন্দার আলীর ছেলে মিজানুর রহমান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন

প্রসঙ্গত, ২ মার্চ রাত ৮টার দিকে জয়তুল স্কুলের পাশের দোকানে চা খাওয়ার সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সেকেন্দার আলী গুরুত্বরভাবে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ৫ মার্চ ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button