কাহালু উপজেলা
বগুড়ায় বসতবাড়িতে আগুনে সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই

বগুড়ার কাহালুতে আব্দুস সামাদের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বসতবাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার আড়োবাড়ি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কাহালু ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনেসপেক্টার মোঃ রুবেল রানা জানান, ঘটনার দিন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রনে এনে পাশের বাড়িগুলো রক্ষা করি। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই আব্দুস সামাদের বাড়ির ছাউনির টিনসহ প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
এসএ