দুপচাঁচিয়া উপজেলাদুর্ঘটনাপ্রধান খবর

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা নিহত

বগুড়ায় অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত আব্দুল আলিম দুপচাঁচিয়া মাস্টারপাড়া এলাকার আবছার আলী খানের ছেলে। তিনি আদমদীঘি উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

দুপচাঁচিয়া থানার এসআই সুজাউদ্দৌলা জানান, সকাল ১০টার দিকে দুপচাঁচিয়া থেকে আদমদীঘিতে মোটরসাইকেলযোগে অফিসের দিকে রওনা হন আব্দুল আলিম। পথিমধ্যে অজ্ঞাত মাইক্রোবাস তাকে ধাক্কায় দেয়।

এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

তিনি আরো জানান, লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button