জাতীয়দুর্ঘটনা

কলকাতার একটি আবাসিক হোটেলে আগুন: এক বাংলাদেশির মৃত্যু

ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১২ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হোটেল থেকে জানা যায় ‘প্রথমে রিসিপশনে (অভ্যর্থনা কক্ষ) আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য কক্ষে। এসময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আগুনে ১০ থেকে ১২টি কক্ষে পুড়ে গেছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button