নন্দীগ্রাম উপজেলা
নন্দীগ্রামে আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক

বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের ঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর গ্রাম পরির্দশন শেষে আশ্রয়নে থাকা দরিদ্রদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ডিটারজেন্ট পাউডার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের লোকজন।
এর আগে, তিনি নন্দীগ্রাম থানা ও ব্রাক এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরির্দশন করেন।
এসএ