প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামী ছিনতাই: ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় সাজা প্রাপ্ত আসামী আব্দুর রাজ্জাককে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ছিনিয়ে নেয়া আসামীসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- ছিনিয়ে নেয়া আসামী আব্দুর রাজ্জাক,নবনির্বাচিত ইউপি সদস্য সোহেল রানা হামিদ,জোড়গাছা গ্রামের ওমর আলী,সাফি আলম ও সোহেল রানা ।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা বাজারে এঘটনা ঘটে ।

জানা গেছে, সারিয়াকান্দি থানার দুই জন কনেষ্টবলসহ রাত সোয়া ৭টার দিকে জোড়াগাছা বাজারে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী জোড়গাছা উত্তরপাড়ার মৃত রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে হাতে হাতকড়া পড়ান ।

এসময়ে আশেপাশে থেকে লোকজন এসে আসামী আব্দুর রাজ্জাককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে আব্দুর রাজ্জাকে পুনরায় গ্রেফতার করেন। এসময় আসামী ছিনিয়ে নেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে আরো ৪জনকে গ্রেফতার করা হয় ।

এব্যাপারে সারিয়াকান্দি থানার এএসআই জানে আলম বাদী হয়ে ১১জনের নামে এবং আরো ৮/১০জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছেন ।

এব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আব্দুর রাজ্জাকসহ ৫জন আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button