রাজধানীর মেরুল বাড্ডায় চায়না ডরমিটরি নামের একটি ভবনে আগুন লেগেছে। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
বিষয়টি ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে রওনা করেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।