দুর্ঘটনাপ্রধান খবরসারাদেশ

জয়পুরহাট-বগুড়া মহাসড়কে গেল ছাত্রলীগ নেতার প্রাণ

জয়পুরহাট শহরের হারাইল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

শনিবার বিকেলের দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান (৩৫) আতিক সদর উপজেলার বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এসময় তার সাথে আহত আমিনুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত বন্ধুকে দেখতে মোটরসাইকেলে করে আতিকুর ও একই গ্রামের আমিনুর হাসপাতালে যাচ্ছিলেন। পথে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনেই গুরুতর আহতন হন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে তার সঙ্গে থাকা আমিনুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button